× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থান

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দিতে ১৩ সদস্যের কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৯:১৪ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৯:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দিতে নীতিমালা প্রণয়নে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ন কবিরকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি, যার পদমর্যাদা যুগ্ম-সচিবের নিচে না।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, অর্থ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের (যা পদমর্যাদা পরিচালকের নিচে না) একজন করে প্রতিনিধি থাকবেন। একইভাবে স্বাস্থ্য শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি ও স্বাস্থ্যসেবা বিভাগের একজন যুগ্ম সচিব থাকবেন কমিটিতে। প্রয়োজনে আরও সদস্য যুক্ত করা যাবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশে একটি নীতিমালা প্রণয়নের পাশাপাশি সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে এ কমিটি।

ছাত্র আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সংঘাত-সহিংসতায় ২১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৪ আগস্ট থেকে সরকার পতনের পরও কয়েক দিনে ৩৬৫ জন মারা গেছেন। এ নিয়ে ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ৫৮২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় এখন মামলা হচ্ছে।

সংঘাত-সংঘর্ষে নিহতের ঘটনায় আওয়ামী লীগ সরকার তদন্ত কমিশন গঠন করেছিল। আবার ছাত্র-জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা