প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৮:৫৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৯:০৬ পিএম
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর করা হয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর গাড়ি। ছবি : সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। তবে এ পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সেখানে শ্রদ্ধা জানাতে যান তিনি। পরে তিনি বলেন, ‘সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। আমাকে বলেছে আপনি চলে যান, আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে।’
তিনি আরও বলেন, ‘যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে। এখন আমাকে বঙ্গবন্ধুর বাড়িতে যেতে দেয়নি বলে আমি যদি ক্ষুব্ধ হয়ে যাই অথবা আমার গাড়ি ভাঙছে তারা হয়তো আমাকে চিনেও না।’
দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল, ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো দলের ,মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে।’ সূত্র : বিবিসি বাংলা