প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৫:১১ পিএম
আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তাদের পদায়ন কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। সংগঠনটি জানিয়েছে, স্বৈরাচারী সরকারের পতনের এক সপ্তাহ অতিবাহিত হলেও জনপ্রশাসনে তাদের দোসররাই দোর্দণ্ড প্রতাপে প্রশাসনের কলকাঠি নাড়ছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিগত ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়ন না করে বিগত সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তাদের পদায়ন এবং পদোন্নতি বঞ্চিতদের মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রকে কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের উদ্যোগ গ্রহণ করার ফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে তার দায়-দায়িত্ব অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর কর্মকর্তাদেরই বহন করতে হবে।’
এ সময়ে সব পর্যায়ের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, বিগত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ এবং বিগত ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সব কর্মকর্তাকে দ্রুত পদোন্নতি দিয়ে উপযুক্ত পদে পদায়নের দাবি জানানো হয়েছে।
বিএএসএ জানিয়েছে, ‘স্বৈরাচারী সরকারের পতনের এক সপ্তাহ অতিবাহিত হলেও জনপ্রশাসনে তাদের দোসররাই দোর্দণ্ড প্রতাপে প্রশাসনের কলকাঠি নাড়ছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের দর্শন ও জন-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলার প্রতিপক্ষ হিসেবে তারা পুনঃআবির্ভূত হয়েছে।’
‘জনপ্রশাসনকে নিরপেক্ষভাবে সাজানোর পরিবর্তে বিগত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর এবং ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলনে বাধাদানকারী এবং ছাত্রহত্যার মদতদানকারী কর্মকর্তাদের দিয়েই জনপ্রশাসন সাজানোর পাঁয়তারা চলছে।’
বিএএসএ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এখনো পদত্যাগ করছেন না কোনো সচিব। বরং গত ৩ আগস্ট সচিব সভায় যেসব সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার শপথ গ্রহণ করেছেন এবং স্বৈরাচারী সরকারকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেছেন, তারা এখনো বহাল আছেন।
‘বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বর্ণচোরা দলদাস কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে এখনো সরিয়ে দেওয়া হয়নি। ফলে শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা এই মহল বিশেষের চক্রান্তে নস্যাৎ হয়ে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।’