প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২৩:৪৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ০০:৫১ এএম
রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় ‘আত্মগোপনে থাকা’ অবস্থায় ১২তম জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্টন থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া শাখার এডিসি ওবায়দুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারেরর কথা জানায় পুলিশ। সেদিন ডিএমপির একটি বার্তায় বলা হয়েছিল, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আনিসুল হক ও সালমান এফ রহমানকে বুধবার (১৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে (সিএমএম) হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত দুই জনকেই ১০ দিন করে রিমান্ডে পাঠায়।