× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা অব্যাহত রাখবে এডিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ২০:৩৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা অব্যাহত রাখবে এডিবি

বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে চলমান প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি। 

বুধবার (১৪ আগস্ট) এক বিবৃবতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাটি। 

এতে বলা হয়, এডিবি বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তারা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সারিবদ্ধভাবে টেকসই উন্নয়নকে সমর্থন করে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সহযোগিতা চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক জন্য সমর্থন নিশ্চিত করতে কাজ করবে। বাংলাদেশের জনগণের জন্য টেকসই ভবিষ্যৎ। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে এডিবির কাজের মূল ফোকাস হচ্ছে পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট এবং গভর্নেন্স, যা সাম্প্রতিক ঘটনার আলোকে আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা সামষ্টিক-আর্থিক টেকসইতার দিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব, যার মধ্যে আর্থিক একত্রীকরণ এবং দেশীয় সম্পদ সংগ্রহের ওপর ফোকাস রয়েছে।

বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় অগ্রাধিকার হলো প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বেসরকারি খাতের উন্নয়নের সম্প্রসারণ। বাংলাদেশে ব্যবসা করার খরচ কমাতে সরকার-টু-ব্যবসা পরিষেবাগুলোকে স্ট্রিমলাইন করার জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করা এর মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশি জনগোষ্ঠী ক্রমবর্ধমানভাবে বন্যা, খরা এবং তীব্র তাপদাহে ভুগছে। এডিবি অন্তর্বর্তী সরকারকে তার উন্নয়ন এজেন্ডায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি সম্পূর্ণ সরকারি দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়তা করবে। এর মধ্যে নবায়নযোগ্য শক্তি এবং সবুজ বৃদ্ধিকে উৎসাহিত করে এমন অন্যান্য উদ্যোগের জন্য সমর্থন অন্তর্ভুক্ত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়,  ১৯৭৩ সাল থেকে এডিবি বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। ৭২৬টি সরকারি খাতে ঋণ, অনুদান এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এর অগ্রগতিতে অবদান রেখেছে, যার পরিমাণ ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলার। আমরা অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে এই গুরুত্বপূর্ণ কাজটি চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা