× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সুসংগঠিত হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে : সেনাপ্রধান

খুলনা অফিস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৯:০৩ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৯:৫১ পিএম

পুলিশ সুসংগঠিত হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে : সেনাপ্রধান

পুলিশ সুসংগঠিত হওয়ার পাশাপাশি বাহিনীটির স্বাভাবিক কার্যক্রম শুরু হলে সেনাবাহিনীকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হলেও ইতোমধ্যেই তারা কাজে ফিরে এসেছেন। পুলিশ সুসংগঠিত হওয়ার পর বরাবরের ন্যায় স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে। সেনাবাহিনী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে।’

সোমবার (১২ আগস্ট) বিকালে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে দায়িত্ব পালনরত সেনা ক্যাম্প পরিদর্শন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। দ্রুতই পরিস্থিতির আরও উন্নতি হবে। সবকিছু স্বাভাবিক হলে শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা সুরক্ষায় নিয়োজিত বাহিনীই সন্ত্রাস-নৈরাজ্য দমনে অভিযান পরিচালনা করবে।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর দেশের ২০ জেলায় ৩০টি ‘সংখ্যালঘু সংক্রান্ত’ অপরাধ সংঘটিত হয়েছে জানিয়ে সেটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন সেনাপ্রধান। একই সঙ্গে সব ধরনের সহিংসতা ও নৈরাজ্য পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের খোঁজখবর নেন এবং মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি সেনা সদস্যদের উদ্দেশে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), বিজিবি কমান্ডারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠক করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা