প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ২০:৫৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ২১:২০ পিএম
রবিবার সকালে সচিবালয়ে নিজের প্রথম কার্যদিবসে কথা বলেন ফরিদা আখতার। প্রবা ফটো
অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমার প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আমিষ নিশ্চিত করা। খাদ্য ও সরবরাহের জোগান এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে কখনও সংকট তৈরি না হয়।
রবিবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবসে তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি নিজ মন্ত্রণালয়ে আসেন। এ সময় তাকে স্বাগত জানান মন্ত্রণালয়টির সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর।
ফরিদা আখতার বলেন, মাত্র কাজে যোগ দিয়েছি। আমি খোঁজখবর নেব, তারপর কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে সেগুলো ঠিক করে কাজ এগিয়ে নেব। সহিংসতায় যেসব মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর ভাঙচুর করা হয়েছে, সেগুলোর সংস্কার কাজও শুরু করা হবে।
ইলিশ রপ্তানির ব্যাপারে তিনি বলেন, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। পরে রপ্তানি করা হবে। দেশের মানুষ যাতে কম দামে ইলিশ পায় সেই উদ্যোগ নেওয়া হবে।
ফরিদা আখতার বলেন, ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কি না, পরের কথা; দায়িত্ব হলো দাম কমানোর। বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ সিন্ডিকেট ভাঙতে হবে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সব খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এজন্য সরবরাহ বাড়াতে হবে।