প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৩:০২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৫:০২ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন প্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ করেছেন।
রবিবার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে সৈয়দ রেফাত আহমেদকে শনিবার (১০ আগস্ট) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে।
এদিকে আরও দুই উপদেষ্টার শপথ গ্রহণ করায় এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ শপথ নিলেন ১৬ জন।
উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রবিবার রাতে দেশে পৌঁছাবেন বলে জানা গেছে। তিনি আগামী সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন।