প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ০৯:২৮ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ০৯:২৮ এএম
কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়ার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রবা ফটো
কোটা আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালিয়ে মারধরসহ ভাঙচুর, লুটপাট এমনকি আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে। শনিবারও (১০ আগস্ট) অন্তত দুজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। কিন্তু মানুষ পুলিশের সহযোগিতা পাচ্ছে না। পুলিশ কর্মবিরতিতে রয়েছে। কোথাও কোথাও পুলিশ ভুক্তভোগীদের ফিরিয়ে দিচ্ছে; কোথাওবা জিডি করতে বলেছে।
মেহেরপুর
মেহেরপুরের মুজিবনগরে আলম হোসেন নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ আগস্ট) মধ্যরাতে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয় তাকে। আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।
মজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ কাজ করছে।
যশোর
যশোরে জাহাঙ্গীর আলম মিঠু নামে এক আওয়ামী লীগ ক্যাডারের ভাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ আগস্ট) রাতে শহরতলীর বাহাদুরপুর আড়পাড়ায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার মোদাচ্ছের আলীর ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হত্যার কারণ ও খুনিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তা ছাড়া যশোরে মেহের আলী নামে এক কুয়েত প্রবাসী বিএনপিকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টায় চূড়ামনকাটির বাজিয়াটোলা গ্রামে নিজ বাড়ির গেটের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। সে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, নিহত মেহের আলী অনেক আগে থেকেই বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের অত্যাচারে দেশ থেকে পালিয়ে কুয়েতে চলে যায়। কিছুদিন আগে সে দেশে ফিরে কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের সাথে রাস্তায় নামে। গতকাল রাতে জানতে পারলাম তাকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি করেছেন সাবেরুল হক।
গাজীপুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের খবরে শ্রীপুরে সংখ্যালঘুর বসতবাড়ির রান্নাঘরে অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের সমর্থক কর্মীদের বসতবাড়ি, দোকানপাটে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা স্থানীয়ভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সরাসরি যুক্ত বলে ভুক্তভোগীরা জানান। এসব কর্মকাণ্ডে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এবং রাত ১১টায় এসব ঘটনা ঘটে।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতারুল আলম মাস্টার বলেন, বিএনপির পক্ষ থেকে সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে যার যার অবস্থান থেকে শান্ত থাকতে এবং জনগণের পাশে থেকে সহযোগিতা করতে। আমরা শান্তি চাই। আওয়ামী লীগের লোকজন তাদের নিজেদের বাড়িঘরে হামলা চালিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। খোঁজ নিয়ে বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শ্রীপুর থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তার সরকারি মোবাইল বন্ধ পাওয়ায় এসব ঘটনার বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজবাড়ী
রাজবাড়ী জেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও কোটা সংস্কার আন্দোলনকারীদের কঠোর হুঁশিয়ারি শর্তেও থামছে না লুটপাট, মারধর ও দখলের ঘটনা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য পলাশ করকে পেছন থেকে অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
একই দিন বিকালে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের মীর মশাররফ হোসেন কলেজের সামনে জামাল বিশ্বাসের দোকান থেকে পাট বের করে দিয়ে দখল করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) বেলা ১১টার সময় কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের মো. আশরাফ উদ্দিনের বাড়িতে অর্ধশতাধিক লোক প্রকাশ্য বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। ঘরবাড়ি ভাঙচুরসহ নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্রসহ লাইসেন্সকৃত এনপিবি পিস্তল ও ৪৮ রাউন্ড গুলি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, আমি রাজবাড়ী, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি উপজেলায় সমাবেশ করে নেতাকর্মীদের সতর্ক থাকতে অনুরোধ করেছি। কেউ যাতে কোনো প্রকার হামলা, লুটপাট ও মারধর না করে।
এদিকে রাজবাড়ী জেলা পুলিশের নিয়ন্ত্রণাধীন ৫টি থানায় শুক্রবারও কোনো কার্যক্রম শুরু করেনি। তবে সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। পাশাপাশি আনসার বাহিনী ও শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
মোংলা
চিংড়িঘের দখলে বাধা দেওয়ায় মোংলার চিলা ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় স্থানীয় বিএনপি নেতা ও বাগেরহাট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন ফকিরসহ ৫ জন আহত হয়েছেন। গত ৬ আগস্টের এই ঘটনায় শুধু হামলা নয়, টানা চার দিন ধরে সপরিবারে গৃহবন্দি রয়েছেন ওই বিএনপি নেতা। তার বাড়ির যাতায়াত পথও বন্ধ করে ঘিরে রেখেছে দুর্বৃত্তরা।
শনিবার বেলা ১১টায় মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এর প্রতিকার চেয়েছেন বিএনপি নেতা সাহাবুদ্দিন ফকির।
এ বিষয় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, হাত-পা ভাঙা ও মাথা ফাটা অবস্থায় বেশ কয়েকজন থানায় এসেছিলেন। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
কালিয়াকৈর
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছে। পূর্বশত্রুতা ও রাজনৈতিক কোন্দলের জের ধরে কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়ার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
এ ছাড়া যুবলীগের ওই নেতার প্রত্যয় অ্যাগ্রো দুগ্ধ খামার নামের একটি গরুর খামারে দুই দফা হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেশি-বিদেশি ষাঁড়, গাভি ও বাছুরসহ ৭৫টি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নাটোর
নাটোর সদর উপজেলায় লুটপাটের সময় মোহাম্মদ আলী নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার শংকরভাগ এলাকায় এই ঘটনা ঘটে। মোহাম্মদ আলী সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার হক মিয়ার ছেলে। এই ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীর ও আহসান নামে অপর দুজন পালিয়ে গেছে।
সেনাবাহিনীর নাটোর সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাধন জানান, চুরির ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে আবুবক্করপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ জমাদারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরকার পতনের পর গত ৬ আগস্ট গভীর রাতে বসতঘরের দরজা ভেঙে দুর্বৃত্তরা হামলা-ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে। শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদার এই অভিযোগ করেন।
দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, বিষয়টি চেয়ারম্যান সিরাজ জমাদার আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন। তবে আমরা কর্মবিরতিতে থাকায় কোনো ব্যবস্থা নিতে পারিনি।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন মেহেরপুর, যশোর, শ্রীপুর (গাজীপুর), রাজবাড়ী, মোংলা, কালিয়াকৈর (গাজীপুর), নাটোর ও চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক]