প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ২৩:৩৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২৩:৪২ পিএম
আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে দেশের সব সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান খোলা হবে। খোলা থাকবে স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও চলমান কাউরফিউ এদিন ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এর আগে গত রবিবার আন্দোলন পরিস্থিতির কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সোমবার থেকে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।