প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ২২:৪৭ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২৩:৩১ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (৫ জুলাই) রাতে বঙ্গভবনে ওই বৈঠকের পর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আজই কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মহামান্য রাষ্ট্রপতি। অন্তবর্তী সরকারের রূপরেখা ঘোষণা করবেন তিনি।’
তিনি বলেন, ‘এ বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, ছাত্ররা ছিলেন। তিন বাহিনীর প্রধানরা ছিলেন। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা কী করতে চাই, যৌথ সরকার কীভাবে করা যায় সব নিয়ে আলোচনা হয়েছে।’