প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ২০:১৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২০:২৫ পিএম
প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর টিএসসিতে ছাত্র-জনতার ঢল। প্রবা ফটো
লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সোমবার (৫ আগস্ট) সকাল থেকেই শাহবাগের আশপাশে জড়ো হচ্ছিলেন মানুষ। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারনে তারা জড়ো হতে পারছিলেন না। দুপুরের পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন খবর পেয়ে শাহবাগমুখী মানুষের ঢল নামে। মিছিলে মিছিলে চারদিক থেকে আসতে শুরু করেন মানুষ।
বিকালে শাহবাগ থেকে যতদূর চোখা যায় মানুষ আর মানুষ। আওয়ামী সরকার বিরুদ্ধে স্লোগান ছিল মুহুর্মূহু। অনেকের হাতে ছিল পতাকা। মুখে ছিল স্বৈরাচারবিরোধী নানা স্লোগানের আল্পনা। মিষ্টি বিরতরণ করতেও দেখা গেছে অনেককে। শাহবাগে সেনাবাহিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিকালের দিকে শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেটসহ সংসদ ভবনের সামনে কোথাও পা ফেলার যায়গা ছিল না। সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস। এ যেন স্বাধীনতার স্বাদ। শাহবাগ মোড়ে ফুলের দোকানের সব ফুল শোভা পেয়েছিল মানুষের হাতে হাতে। অনেকে গালে এঁকেছেন আল্পনা।
শেখ হাসিনা দেশত্যাগের পর উল্লাসে ফেটে পড়েন ছাত্র-জনতাসহ সব শ্রেণী পেশার মানুষ। আশপাশের সব এলাকা থেকে রাজপথে নেমে আসেন তরুণ-যুবা এমনকি বৃদ্ধরাও। অনেকে হুইল চেয়ারে এসে যোগ দেন আনন্দ মিছিলে। শেরাটন মোড়ে দায়িত্বরত সেনাবাহিনী এই মিছিল সামাল দিতে হিমশিম খায়।
আনন্দমিছিল থেকে নানা স্লোগান দিতে থাকেন আগতরা। এর মধ্যে- ‘পালাইছেরে পালাইছে শেখ হাসিনা পালাইছে, পালাইছেরে পালাইছে আওয়ামী লীগ পালাইছে, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও পুড়িয়ে দাও, শেখ হাসিনার সঙ্গী মানুষ খুনি জঙ্গি, শেখ হাসিনার বড় গুণ পুলিশ দিয়ে মানুষ খুন, ফাঁসি চাই ফাঁসি চাই হাসিনার ফাঁসি চাই, ক্ষমা নাই ক্ষমা নাই শেখ হাসিনার ক্ষমা নাই, শেখ মুজিবের বংশ করে দাও ধ্বংস’ ইত্যাদি স্লোগান দেন। এসময় উত্তেজিত জনতা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিভিন্ন ম্যুরাল ভেঙে কালিমা লেপন করে দেন। ঢাকা ক্লাবের গেটে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি খুঁচিয়ে ভেঙ্গে ফেলেন তারা।
শাহবাগে আসা নর্থসাউথের শিক্ষার্থী ফারহানা আক্তা বলেন, ‘এই আন্দোলনে আমার বন্ধু নিহত হয়েছে। অসংখ্য সহপাঠী আহত হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন।’
আরেকজন নাজিম ইসলাম বলেন, ‘ধনিয়া থেকে মিছিল নিয়ে এই বিজয় উদযাপনের জন্য শাহবাগে এসেছি। এটা সাধারণ শিক্ষার্থীর জয়।’
এদিকে উত্তেজিত জনতা থেকে শাহবাগ থানা রক্ষায় থানা ঘিরে ছিল সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রতিটি পথে ঢোকার কড়াকড়ি থাকলেও টিএসসিমুখী ছিল জনস্রোত। রাজু ভাস্কর্যের সামনে মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ছবিতে জুতার মালা ঝুঁলিয়ে দেয় উত্তেজিত ছাত্র-জনতা। এরপর চলতে থাকে জুতার ঝড়। শেখ হাসিনার ছবি লক্ষ্য করে জুতা নিক্ষেপ করতে থাকেন অনেকে। ঘন্টাব্যাপী চলে এই জুতা ঝড়।