প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৯:২৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২০:০২ পিএম
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফিরছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
জানা গেছে, ড. ইউনূস গত ২১ জুলাই প্যারিস অলিম্পিকে যান। যাওয়ার পথে তিনি দেশের সহিংস অবস্থা দেখে গেছেন।
তিনি অলিম্পিকের তিন বিশেষ অতিথির একজন এবং জাতিসংঘ মহাসচিবের সাত উপদেষ্টার একজন উল্লেখ করে তার আইনজীবী ব্যারিস্টার মামুন বলেন, ‘উনার দেশ সম্পর্কে জানতে চাওয়ায় তিনি সেখানে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। দেশে যে ছাত্র-জনতার ওপর গুলি হয়েছে, ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে তিনি তা তুলে ধরেছেন।’
ব্যারিস্টার মামুন আরও বলেন, ‘উনি বলেছেন দেশে একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার বসার কারণেই আজ এমনটা হয়েছে। তাই তিনি সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করেছেন। উনি একজন নাগরিক হিসেবে এ কথা বলেছেন। এটা শুধু তিনি নন। বাংলাদেশের প্রতিটি জায়গায় সবাই বলছে।’