অন্তর্বর্তীকালীন সরকার
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৭:১৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ১৮:১৬ পিএম
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : ভিডিও থেকে নেওয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। দেশ ছেড়েছেন তার বোন শেখ রেহানাও। এ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সেনানিবাসে জরুরি বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ বৈঠকে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে ছিল না আওয়ামী লীগের কেউ।
সোমবার (৫ আগস্ট) বিকালে সেনানিবাসে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান এ কথা জানান।
ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এরই মধ্যে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছি।
তিনি জানান, বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে এরই মধ্যে বার্তা দিয়েছেন।
বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যাদের পেয়েছি তাদের সঙ্গে বৈঠক করেছি। আওয়ামী লীগের কেউ ছিল না।
প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার করা হবে বলেও জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেছেন, ভাঙচুর, হত্যা, মারামারি পরিহার করুন। সংঘাত মারামারি করে আর কিছু অর্জন করতে পারব না। আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রা করব। কেউ সংঘাতের পথে যাবেন না। সম্পদের ক্ষতি হচ্ছে। লোক মারা যাচ্ছে। এগুলো থেকে বিরত হন।
তিনি বলেন, সেনাবাহিনী-পুলিশ কোনো গোলাগুলি করবে না। প্রয়োজন না হলে কারফিউ থাকবে না। যত দিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে।