প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৫:৪২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ১৭:৩৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে সব বাধা উপেক্ষা করে গণভবনে ঢুকে গেছে লাখ লাখ মানুষ। করছেন উচ্ছ্বাস।
সোমবার (৫ আগস্ট) বেলা ৩টায় উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করেন সাধারণ মানুষ।
এর আগে গণভবনের সব নিরাপত্তা তুলে নেওয়া হয়। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর রাজপথ দখলে নেন আন্দোলনকারী ছাত্র-জনতা।
সোমবার (৫ আগস্ট) দুপুর ২টার পর শাহবাগ, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, মোহাম্মদপুর, মহাখালী, গাবতলীসহ ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্ট দখলে নেয় আন্দোলনকারীরা।