এক দফা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৫:২৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ১৭:৫১ পিএম
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকামুখী লং মার্চে রাজধানীতে প্রবেশ করেছে লাখো জনতা। তারপর রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে দিয়ে শাহবাগের পথে রয়েছেন তারা
বেলা সাড়ে ১১টার পর উত্তরা-আজমপুর থেকে যাত্রা শুরু হওয়া এই জনস্রোত তিন ঘণ্টায় বনানী পার হয়। ওদিকে প্রগতি সরণি দিয়েও হাজারো মানুষ তখন যাচ্ছিল শাহবাগের দিকে। দুপুরে শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন। সবাই স্লোগান দিচ্ছেন।
সকালে যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে। এ সময় সরকার পদত্যাগের এক দফা দাবিতে তারা নানা স্লোগান দেন।
মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন।
অপর দিকে উত্তরা থেকে বনানী অভিমুখে আসছেন আন্দোলনকারীদের একটি দল। মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা থেকেও হাজারো জনতাকে শাহবাগের পথে যেতে দেখা যায়।
শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে ওই দলে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পার হয়ে সামনের দিকে যাচ্ছেন।
নানা বয়সি, নানা শ্রেণি-পেশার মানুষ আছেন এই জনস্রোতে। তাদের অনেকের হাতে পতাকা, কারও হাতে লাঠি দেখা গেছে। কাউকে আবার ‘ভি চিহ্ন দেখিয়ে বিজয়োল্লাস করতে দেখা যায়।
এদিকে দুপুর ২টায় জাতির উদ্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভাষণ দেওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে বেলা ৪টায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সেনাপ্রধানের ভাষণ দেওয়ার বিষয়টি জানিয়েছে। ততোক্ষণ পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্যধারণ করা হয়েছে।