প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৪:৪৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ১৬:৩৭ পিএম
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত
দেশের চলমান সংকট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমাবার (৫ আগস্ট) দুপুরে এই বৈঠক শুরু হয়। দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখার সময় বৈঠক চলমান ছিল।
এছাড়া চলমান পরিস্থিতি নিয়ে দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান। রাষ্ট্রীয় টেলিভিশন-বিটিভি থেকে একযোগে সম্প্রচারিত হবে তার এই বক্তব্য। সেই পর্যন্ত দেশের সবাইকে ধৈর্য ধারার আহ্বান জানানো হয়েছে। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এর আগে দুপুর ২টায় সেনাপ্রধান ভাষণ দেবেন বলে জানানো হয়েছিল। তবে সেটি একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।