কী চলবে, কী চলবে না
প্রবা পতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২২:৫২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ২২:৫৫ পিএম
শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এসব জরুরি নির্দেশনা তুলে ধরেন। প্রবা ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রবিবার (৪ আগস্ট) থেকে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলন’ সফল করতে জনগণের প্রতি ১৭ নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এসব জরুরি নির্দেশনা তুলে ধরেন। আসিফ
নির্দেশনার মধ্যে রয়েছে-
* নাগরিকদের সব ধরনের ট্যাক্স বা লেভি পেমেন্ট আটকে রাখার অনুরোধ।
* বাসিন্দাদের বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল পরিশোধ না করার পরামর্শ।
* অফিস-আদালত ও কলকারখানাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কর্মচারীদের কাজে যোগ না দিয়ে মাস শেষে বেতন আদায়ে উৎসাহিত করা হয়েছে।
* সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ।
* ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান।
* নাগরিকদের সমস্ত সরকারি সভা, সেমিনার ও ইভেন্ট বর্জনের আহ্বান।
* বন্দর শ্রমিকদের কাজে যোগ না দিতে বা কোনো পণ্য খালাস না করার নির্দেশ।
* পোশাক কারখানাসহ কোনো কারখানা চালু থাকবে না। শ্রমিকদের ঘরে থাকতে বলা হয়েছে।
* গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা যেন কর্মস্থলে না যায়।
* জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি রবিবার ব্যাংক খোলা থাকবে।
* পুলিশ অফিসারদের প্রোটোকল, দাঙ্গা বা প্রতিবাদের দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ। কেবলমাত্র রুটিন স্টেশনের কাজ সম্পাদন করতে বলা হয়েছে।
* মানি লন্ডারিং রোধে অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে।
* বিজিবি ও নৌবাহিনী ব্যতীত সেনাবাহিনী সেনানিবাসের বাইরে দায়িত্ব পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও উপকূলীয় এলাকায় অবস্থান করবে।
* আমলাদের সচিবালয়ে উপস্থিত না হতে বলা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক বা উপজেলা কর্মকর্তাদের অফিসের বাইরে থাকতে বলা হয়েছে।
* বিলাসবহুল পন্যের দোকান, শো-রুম, মল, হোটেল, মোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে।
* হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা, ফায়ার সার্ভিস, মিডিয়া, প্রয়োজনীয় পণ্য পরিবহন, জরুরি ইন্টারনেট পরিষেবা এবং জরুরি ত্রাণ সহায়তাসহ প্রয়োজনীয় পরিষেবাগুলো অব্যাহত থাকবে।
*অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলো বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।