প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৯:৪৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ২০:০৯ পিএম
ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইট খুললেই লাল স্টিকারে ‘সিকিউরিটি অ্যালার্ট’ লেখাটি দেখা যাচ্ছে। স্টিকারে ওপরে লেখা ইমার্জেন্সি ইনফরমেশন ফর আমেরিকান সিটিজেন। শনিবার (৩ আগস্ট) এই সতর্কতা দেওয়া হয়।
বাংলাদেশে বিভিন্ন সময়ে আন্দোলন বা বিক্ষোভের সময় সিকিউরিটি অ্যালার্ট দিলেও সম্ভবত এবারই প্রথম এভাবে তাদের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস।
মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তায় শনিবার বেলা ৩টায় গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে একটি বৈঠক হতে পারে উল্লেখ করে ওই স্থান এড়াতে সতর্ক করা হয়।
এ ছাড়া বলা হয়, ঢাকা ও অন্যান্য শহরে আরও আন্দোলন ও বিক্ষোভ হতে পারে এবং রবিবার (৪ আগস্ট) থেকে ‘অসহযোগ আন্দোলন’ শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামীতে আরও প্রতিবাদ হতে পারে।
বিক্ষোভের অপ্রত্যাশিত প্রকৃতি এবং সরকারি প্রতিক্রিয়ার কারণে, মার্কিন নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত এবং বিক্ষোভ এড়ানো উচিত এবং যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।
অনিরাপদ বোধ করলে, মার্কিন নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত।
সতর্কবার্তায় করণীয় পদক্ষেপ সম্পর্কে বলা হয়, বড় জনসমাগম এবং বিক্ষোভ এড়িয়ে চলুন, প্রয়োজনে কোথাও আশ্রয় নিন, সর্বদা আপনার আশপাশের সম্পর্কে সচেতন থাকেন, স্থানীয় খবর মনিটর করেন এবং জরুরি যোগাযোগের জন্য সর্বদা আপনার চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখুন।