প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৬:৫৫ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৮:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
রবিবার (৪ আগস্ট) থেকে সিটি করপোরেশন এলাকা ছাড়া সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
শনিবার (৩ আগস্ট) বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে গত ৩১ জুলাই দেশের সব সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় বরিবার থেকে খুলবে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।
কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে ৮টি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে মন্ত্রণালয়। পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ জুলাই থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।