প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১১:০১ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবার পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর আগে গত মাসে দেশের ব্যবসায়ী সমাজের প্রতিনিধি ও সম্পাদকসহ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।
আজ শনিবার সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস। গতকাল শুক্রবার তিনি বলেন, শনিবার (আজ) সকালে গণভবনে পেশজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলকে পুঁজি করে বিএনপি-জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবির রাজধানীসহ সারা দেশে নাশকতা চালিয়েছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে ধ্বংস করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজ করেছে। সেই বিষয়টি পেশাজীবীদের সামনে তুলে ধরার পাশাপাশি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানতে এই মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও আজ বিকালে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা থাকলেও সেটা এই দিন হচ্ছে না বলে জানা গেছে। তবে বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। এসব বৈঠক থেকে যে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হবে। এই প্রসঙ্গে গতকাল শুক্রবার এক ধরনের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছেন। তাদের ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু একটি রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় মহল যেন ব্যবহার না করতে পারে সেজন্য সবার সচেতন থাকা সমীচীন। রাষ্ট্রের নাগরিক হিসেবে চলমান সংকট থেকে উত্তরণে সবার ধৈর্য ধরা উচিত।’
তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। পর্যায়ক্রমে সবার সঙ্গেই মতবিনিময় করবেন তিনি।’