শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২১:৪৫ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ২১:৫৯ পিএম
কোটা আন্দোলন। ফাইল ছবি
কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ নামে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে নতুন কর্মসূচি পালিত হবে।
বুধবার (৩১ জুলাই) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদের পাঠানো বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি নতুন কর্মসূচি পালনের অনুরোধ করা হয়েছে।
কর্মসূচিটি পালনে করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১. নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ; ২. শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ; ৩. চিত্রাঙ্কন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি; ৪. ক্যাম্পাস ও এলাকাভিত্তিক শিক্ষক-ছাত্র-জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক (মৌন মিছিল/ মশাল মিছিল /পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) আয়োজন করা ইত্যাদি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (১ আগস্ট) সারা দেশে এ কর্মসূচি পালিত হবে।