প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২০:৫১ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ২১:১১ পিএম
বিপ্লব কুমার সরকার। ফাইল ছবি
এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বহুল আলোচিত যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারকেও বদলি করা হয়েছে। তাকে যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা) বিভাগে পদায়ন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয়।
একই আদেশে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে যুগ্ম কমিশনার গোয়েন্দা (ডিবি) উত্তর ও গোয়েন্দা (ডিবি) উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নূরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।