প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২০:১২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ২১:৪১ পিএম
আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত
রংপুর ও সিলেট বিভাগ, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জসহ দেশের ১৬ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি রবিবার (২৮ জুলাই) কোথাও কোথাও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শুক্রবার (২৬ জুলাই) বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শনিবার (২৭ জুলাই) সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে দুর্বল হয়ে আবারও লঘুচাপে পরিণত হয়েছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে। তা ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে অধিদপ্তরের আবহাওয়া সহকারী কাজী জেবুন্নেসা বলেন, দেশের দুটি বিভাগসহ ১৬ জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ রবিবার কিছু কিছু স্থানে কমে যেতে পারে। তা ছাড়া সাগরে অবস্থানরত লঘুচাপটি দুয়েক দিনের মধ্যেই মৌসুমি বায়ুর সঙ্গে মিশে যেতে পারে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি ও সর্বনিম্ন ছিল বান্দরবানে ২৫ ডিগ্রি সেলসিয়াস। তা ছাড়া এদিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টেকনাফে ৬৯ মিলিমিটার। সাতক্ষীরায় ৬৪ ও পটুয়াখালীতে ৪০ মিলিমিটার।
সিনপটিক অবস্থা :
উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পরবর্তীতে দুর্বল হয়ে লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বেশিরভাগ অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রবিবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।