কোটা আন্দোলনে সহিংসতা
শহিদুল ইসলাম রাজী
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১২:২৫ পিএম
প্রতীকী ছবি
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় নতুন করে আরও মামলা দেওয়া হচ্ছে। পুলিশ দাবি করেছে, আন্দোলনের আড়ালে পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।
রাজধানীতে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডিএমপিতে আরও ৮টি মামলা এবং নারায়ণগঞ্জে ৪টি থানায় নতুন করে আরও ৮টি নাশকতার মামলা করা হয়েছে। ডিএমপিতে নতুন করে ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে হিসাবে গতকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় মোট মামলা হয়েছে ২০৯টি। মোট গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৩৫৭ জনকে। এছাড়া র্যাব পৃথক অভিযানে রাজধানীসহ সারা দেশে ২৬৬ জনকে গ্রেপ্তার করে। নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ২০৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এদিকে রায়েরবাগ ও শনির আখড়া এলাকায় দুই পুলিশ সদস্যকে হত্যায় জড়িত থাকার অভিযোগে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়কসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, ডেমরা থানা ছাত্রদল আহ্বায়ক মাসুদ রানার নেতৃত্বে পুলিশ হত্যার নীলনকশা বাস্তবায়ন করা হয়। একেকজনের ছিল একেক দায়িত্ব। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ বলছে, ইতোমধ্যে তারা বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এর বাইরে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া ভবনগুলোর আশপাশে থাকা ভবন থেকেও সিসিটিভি ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। অনেকের তথ্য জানার জন্য বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠিয়ে সাহায্য চাইছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
এদিকে, মেট্রোরেল স্টেশনে নাশকতার ঘটনায় রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খানসহ ছয়জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে নারী সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় ফতুল্লা থানার বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করা হয়েছে।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে গ্রেপ্তার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গ্রেপ্তার সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশাররফ হোসেন খোকনকে তিন দিন পর আদালতে তোলা হয়। অব্যাহত গতিতে দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি হচ্ছে, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বাসাসহ অনেক সিনিয়র নেতার বাসায় তল্লাশি চালানো হচ্ছে বলে গতকাল এক বিবৃতিতে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীতে নতুন ৮ মামলা, গ্রেপ্তার ১৪৮
কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় শুক্রবার পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মোট ২০৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গতকাল পর্যন্ত ২ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি শুক্রবার এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে ৮টি মামলা হয়েছে এবং নতুন করে ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৬৬
কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার পর্যন্ত মোট ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকালে এক খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৩ জনসহ সারা দেশে মোট ২৬৬ জনকে গ্রেপ্তার করা হয়।
মেট্রোরেল স্টেশনে নাশকতায় ৬ জন রিমান্ডে
মেট্রোরেল স্টেশনে নাশকতার ঘটনায় রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলায় ডিইউজের একাংশের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খানসহ ছয়জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেনÑ সানাউল হক নিরু, আলমগীর, মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ওরফে নাইম, আব্দুল আজিজ সুলতান ও মাইন।
জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। সাঈদ খানের পক্ষে দেলোয়ার জাহান রুমী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন না-মঞ্জুর করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৯ জুলাই বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ৫-৬ হাজার লোক হামলা করে। তারা লাঠি, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশ/বহির্গমন গেট ভেঙে অনধিকার প্রবেশ করে মেট্রোরেল স্টেশনের কনকোর্সে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এতে এই মেট্রোরেল স্টেশনের আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক ১০০ কোটি টাকা।
রিমান্ড শেষে কারাগারে নুর
এদিকে রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জানা যায়, গত ২১ জুলাই নুরুল হক নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। একই মামলায় গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৮ জুলাই সেতু ভবনে হামলা হয়। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। হামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
যা বললেন ডিবিপ্রধান
দুই পুলিশ হত্যার ঘটনায় ডেমরা থানা ছাত্রদল আহ্বায়ক মাসুদ রানাসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেনÑ ইরফান, আবু বক্কর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া ও তারেক। এ বিষয়ে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘মাসুদ রানা রায়েরবাগ শনির আখড়া এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারীদের মধ্যে সমন্বয়ের কাজ করে। ইরফান ও মাসুদের নেতৃত্বে পুলিশ সদস্যদের হত্যা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। আবু বক্কর পুলিশ সদস্যকে মারপিট করে এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। রবিউল ইসলাম হকিস্টিক দিয়ে পুলিশ সদস্যদের মারপিট করে এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগে সহায়তা করে। সৌরভ মিয়া বাঁশের লাঠি দিয়ে পুলিশ সদস্যদের মারপিট করে। তারেক লাঠি দিয়ে পুলিশ সদস্যদের মারপিট করে এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগে সহায়তা করে।’
গোয়েন্দাপ্রধান বলেন, ‘বিএনপি-জামায়াত অনেকবারই গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা বা দেশকে অকার্যকর করার চেষ্টা বা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করা পুলিশের কারণে। এজন্য তারা এবার পুলিশকেই টার্গেট করেছে।’ দুর্বৃত্তরা পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের শুধু হত্যাই নয়, বাড়ি বাড়ি তল্লাশি করেছে তারা। উদ্দেশ্য ছিল একটাই, পুলিশকে ডিমরালাইজড করা। পুলিশকে ডিমরালাইজড করতে পারলে তারা হয়তো মনে করেছিল আন্দোলন সাকসেস হবে। পুলিশ দুর্বল হলে পিছিয়ে যাবে। তখন তারা এই রাষ্ট্রকে অকার্যকর ও সরকারের পতন ঘটাতে পারবে। এখন আমরাও বাসাবাড়িতে জামায়াত-শিবির-বিএনপি চক্রকে খুঁজছি। যেখানেই পাব গ্রেপ্তার করে নিয়ে আসব।’
তিনি আরও বলেন, ‘যারা পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, স্বপ্নের মেট্রোরেলসহ সরকারি স্থাপনায় নাশকতা চালিয়েছে, যারা এসবের নেতৃত্ব দিয়েছে, অর্থ আদানপ্রদান করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা যেখানেই থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।’
নারায়ণগঞ্জে আরও ৬২ আটক, চার থানায় নতুন ৮ মামলা
কোটা আন্দোলনে নারায়ণগঞ্জে সরকারি-বেসরকারি স্থাপনা, প্রতিষ্ঠান, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আরও ৬২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ৪টি থানায় নতুন করে আরও ৮টি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ৪৩৬ জন, মামলা হলো ২২টি।
এদিকে নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয় নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ক-সার্কেল) আমিনুল ইসলাম।
রংপুরে ১২ মামলায় গ্রেপ্তার ১৭৪
কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতায় রংপুরে সরকারি-বেসরকারি দপ্তরের প্রায় ১১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এদিকে গত ২৪ ঘণ্টায় বিএনপি, জামায়াত নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৭ ও ১৮ জুলাইয়ের ঘটনায় ৩ কোটি ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিভাগীয় ও জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জমাদি ভাঙচুর ও ৬টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৫ কোটি টাকা, জেলা মৎস্য অফিসের সিসি ক্যামেরাসহ ভবনের অন্যান্য ক্ষতি সাধনে ২ লাখ টাকা, বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জামাদি, সিসি ক্যামেরা, অফিস ভবন ও গাড়ি ভাঙচুরে ৬ লাখ ৭৫ হাজার ৬০০ টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও কয়েকটি ছাত্রাবাসের কক্ষ ভাঙচুরে ১ কোটি ১৫ লাখ টাকা, র্যাব-১৩ এর একটি ডাবল কেবিন পিকআপে অগ্নিসংযোগের ঘটনায় ৬০ লাখ টাকা এবং বিজিবির ২টি গাড়ি ভাঙচুরে ১ লাখ টাকাসহ মোট ১০ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৬০০ টাকার ক্ষতি হয়েছে।
বরগুনায় গ্রেপ্তার ৪০
কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বরগুনা জেলার বিভিন্ন থানায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাটমোহরে ৬ দিনে গ্রেপ্তার ১৫
কোটা সংস্কার আন্দোলনের কারণে চাটমোহর থানা পুলিশ গত ৬ দিনে বিএনপি জামায়াতের ১৫ নেতা-কর্মীকে আটক করে আদালতে সোপর্দ করেছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজারে ৬ মামলায় গ্রেপ্তার আরও ৭
কোটা আন্দোলনকে কেন্দ্র করে কক্সবাজার শহর ও চকরিয়ায় সংঘটিত হামলা, ভাঙচুর ও ছাত্রলীগের ৪ নেতার মারধরের ঘটনায় দায়ের করা ৬ মামলায় আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ৫২ জনকে গ্রেপ্তারে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তিনি জানান, কক্সবাজারে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ভিডিও, ছবি দেখে যাদের শনাক্ত হচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।