× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা সংস্কার আন্দোলন

সংঘর্ষে নিহত ৬, রাজনৈতিক দল-সংগঠনের উদ্বেগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৯:২৫ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ২২:৫৮ পিএম

রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাইদ। ছবি : প্রবা

রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাইদ। ছবি : প্রবা

কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলনে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে চললেও ছাত্রলীগের হামলার পর সোমবার তা  রূপ নেয় সহিংসতায়। হামলা-পাল্টা হামলা গুলিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হয়েছে  ছয়জনের। এর মধ্যে চট্টগ্রামেই মারা গেছেন তিনজন। এ ছাড়া ঢাকায় দুইজন ও রংপুরে একজন মারা গেছেন। 

এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং দল। কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জা‌নি‌য়ে‌ছে সংস‌দের বি‌রোধী দল জাতীয় পা‌র্টি -জাপা। মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক দাবি করে নিন্দা জানিয়েছেন বিরোধী দলের চেয়ারম্যান জিএম কা‌দের। তিনি আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের বীর মুক্তিসেনা হিসেবে অভিহিত করেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনী ও ছাত্রলীগের হামলাকে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক বলে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ওপর নির্মম আঘাত করা হয়েছে। যারা আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দেয় তারা মানবতাবিরোধী ও মনুষ্যত্বহীন।

আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশে কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। তাদের তথ্যমতে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুই জন নিহত এবং হামলায় শতশত বিক্ষোভকারীর আহত হয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব ধরেনের সহিংসতাকে নিন্দা জানিয়ে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

আরও পড়ুন : প্রাণে বাঁচতে ভবন থেকে লাফ, ৪ ছাত্রলীগ নেতা আহত

ম্যাথিউ মিলারের বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, ম্যাথু মিলারের জবাবে তারা অত্যন্ত হতাশ। চলমান ছাত্রবিক্ষোভে কমপক্ষে দুজনের মৃত্যুর যে দাবি করেছেন, তার পক্ষে কোনো প্রমাণ নেই। কোনো রকম তথ্য যাচাই না করেই যুক্তরাষ্ট্রের এমন ভিত্তিহীন দাবি সহিংসতাকে উসকে দিতে পারে।

কোটা আন্দোলনের পেছনে একটি মতলবি মহল আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটা অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে চক্রান্ত করছে। একটা অপশক্তিকে এর পেছনে লেলিয়ে দিয়েছে।  প্রধানমন্ত্রী কোটা নিয়ে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন সেটাকে বিকৃত করে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করার অপ্রয়াস চালাচ্ছে।

চীন সফর নিয়ে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমালোচনা করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। এবার সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা