কোটা ইস্যু
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৭:৫৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৯:৫১ পিএম
রবিবার গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে নেওয়া
কোটা ইস্যুতে আদালত রায় দিয়েছেন, এখানে নির্বাহী বিভাগের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘যারা আন্দোলন করছে, তারা আইন মানে না। সংবিধান চেনে না। সরকার কীভাবে চলে, তা নিয়ে তাদের কোনো ধারণা নেই। এটি আন্দোলনকারীদের বুঝতে হবে। কোটা আন্দোলন এরপরেও চালিয়ে গেলে তারা চালাবে। ধ্বংসাত্মক কর্মসূচি করলে আইন তার নিজ গতিতে বিষয়টিকে দেখবে।’
রবিবার (১৪ জুলাই) বিকালে গণভবনে অনুষ্ঠিত চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আন্দোলনকারীরা কী কখনও সংবিধান পড়ে দেখেছে? মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার সাহস তারা পেল কোথায়? বিচিত্র এই দেশ, বিচিত্র মানুষের মানসিকতা। মুক্তিযোদ্ধার নাতনি কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, এখন সে বলে কোটা চাই না। ওই মেয়েকে বলব- বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাড়ি গিয়ে বসে থাকুক। কোনো দরকার নাই তার পড়াশোনার।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্যই আজ গলাবাজি করা যাচ্ছে। নয়তো পাকিস্তানিদের বুটের মার খেতে হতো।’
তিনি বলেন, ‘২০১৮ সালে আন্দোলনের পর কোটা বাতিল করেছিলাম। তখনই বলেছিলাম যে, কোটা বাদ দিলে দেখেন কী অবস্থা হয়! কোটা বাদ দেওয়ার ফলে, ফরেন ক্যাডারে নারী মাত্র দুই জন, আর পুলিশে নারী গেছে মাত্র ৪ জন। দেশের নারীরা কোনোদিন ডিসি-এসপি হবে-এটা তারা ভাবতেই পারত না। প্রশাসনেও প্রথম সচিব বানিয়েছি আমি।’
তিনি আরও বলেন, ‘মেধা কার কত সেটা পরীক্ষায় দেখা যায়। সব সময় সব কোটা পূরণও হয় না। তখন মেধা থেকেও নিয়োগ দেওয়া হয়।’