প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৬:২৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৬:৩৪ পিএম
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৪ জুলাই) বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দিচ্ছেন তিনি। এরপর তিনি চীন সফর ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।
গত ৮ জুলাই বিকালে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর উভয় দেশ ২১টি সমঝোতা দলিলে সই করে এবং ৭টি প্রকল্পের ঘোষণা দেয়। রাষ্ট্রীয় সফর শেষে গত বুধবার প্রধানমন্ত্রী দেশে ফেরেন।