প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২০:৩৯ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২০:৪৯ পিএম
জাপান সফরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিদল। সংগৃহীত ফটো
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, দেশে খাদ্য শিল্পের সম্প্রসারণ এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য বিষয়ক প্রশাসনিক ব্যবস্থা সহজ করতে হবে। একই সঙ্গে খাদ্য নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে তাদের কার্যক্রম সঠিকভাবে নির্ধারণ করতে হবে। এতে একই কাজ একাধিক সংস্থা করার প্রবণতা দূর হবে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদলের সঙ্গে ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন তিনি। ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত সফরটি অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ জুলাই) কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব মো. নজিবুর রহমান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জাকারিয়া প্রমুখ।
মাহবুব হোসেন বলেন, ইন্দোনেশিয়ার নিরাপদ খাদ্য বিষয়ক প্রশাসনিক ব্যবস্থা পর্যবেক্ষণ করেছি। তাদের আন্ত-সংস্থার সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশাসনিক ব্যবস্থা বাস্তবায়ন করছে, তা দেখে আমি অভিভূত।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে জাইকা-স্টিরক প্রকল্প ইন্দোনেশিয়ায় এ সফরের আয়োজন করেছে। সফরে প্রতিনিধিদল ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশাসনিক ব্যবস্থা এবং খাদ্যব্যবসা সংক্রান্ত একটি সুসংহত একক লাইসেন্সিং ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণের মাধ্যমে দেশীয় বাজারে কৃষি পণ্যের সম্প্রসারণ ও রপ্তানির জন্য প্রক্রিয়াাজাতকরণে সরকারের ভূমিকা এবং বাংলাদেশের বর্তমান নিরাপদ খাদ্য বিষয়ক প্রশাসনিক ব্যবস্থার সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছে।