কোটা সংস্কারের দাবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২১:৩৪ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ২৩:৫০ পিএম
কোটা সংস্কারের দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। কর্মসূচি অনুসারে শুক্রবার (১২ জুলাই) বিকাল চারটার দিকে দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘সারা দেশের যেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, তার নিন্দা জানাচ্ছি আমরা। ১৮-এর পরিপত্র দিয়ে হাইকোর্টকে সুযোগ করে দিয়েছে সরকার। এবার আর সেই সুযোগ আন্দোলনকারীরা দেবে না। আইন করে কোটার সমাধান করতে। এ আন্দোলনের শুরু থেকে হাইকোর্টকে ঢাল বানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে টালবাহানা করছে। নিজেদের কাজ তারা না করে আদালতের দিকে ঠেলে দিচ্ছে।’
এই আন্দোলনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই দাবি করে নাহিদ বলেন, ‘সরকারের প্রতি আহ্বান যেকোনো আন্দোলনে রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজার রোগের নিরাময় প্রয়োজন। আন্দোলনের কারণে মানুষের দুর্ভোগের দোহাই দিয়ে লাভ নেই। এ দায় সরকারের, তারা সমাধান ইচ্ছে করেই করছে না।’