× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১০:৪১ এএম

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর বিপদসীমরি ওপরে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। তলিয়ে গেছে বিভিন্ন ফসল। অসহায় দিন কাটছে বানভাসী মানুষের। মঙ্গলবার চিলমারী উপজেলার ঢুষমারা চরে। ফোকাস বাংলা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর বিপদসীমরি ওপরে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। তলিয়ে গেছে বিভিন্ন ফসল। অসহায় দিন কাটছে বানভাসী মানুষের। মঙ্গলবার চিলমারী উপজেলার ঢুষমারা চরে। ফোকাস বাংলা

নদ-নদীর পানি কমে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আগামী দুই দিন উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে এসব এলাকায় বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে। তাছাড়া উজানের ঢল ও উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুরে নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তলিয়ে গেছে উপজেলার কৃষকদের স্বপ্নের ফসল। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার কৃষক। হঠাৎ ক্ষেতে পানি আসায় মরিচ, ভুট্টা, চিনাবাদাম, তিল, আউশ ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তার কাছাকাছি উজানে আগামী ৪৮ হতে ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আগামী দুই দিন উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। তবে উত্তর-পূর্বাঞ্চলে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।

তিনি বলেন, গঙ্গা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে পদ্মার সমতল স্থিতিশীল আছে। আগামী তিন দিন উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানির সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। উত্তর-পশ্চিমাঞ্চলের আত্রাই নদের পানি সমতল বাঘাবাড়ী পয়েন্টে হ্রাস পেয়ে সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সময় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক জানান, উজানের ঢল ও উত্তরাঞ্চলের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানিকগঞ্জের হরিরামপুরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের নাসির উদ্দীন জানান, হঠাৎই চরের নিম্নাঞ্চলে পানি চলে আসায় বাদাম, ভুট্টা, তিল, আউশ ধান তলিয়ে যাচ্ছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। সময়মতো ফসল তুলতে পারি নাই। 

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, প্রতিবছরই বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখোমুখি হয় এই এলাকার কৃষকেরা। কৃষকদের ক্ষতিপূরণ করার পাশাপাশি কৃষি উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

বানের পানিতে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার পানিতে ডুবে ১ বছর ৯ মাস বয়সি কাউছার আলম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। কাউছার আলম ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, শিশু কাউছার বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে নিচু জমিতে জমে থাকা পানিতে ডুবে মারা গেছে। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ নেই।

স্থানীয়রা জানান, তালুক বেলকা গ্রামে বানের পানিতে অধিকাংশ বাড়িঘরের মানুষজন আবদ্ধ হয়ে পড়েছে। কারও কারও বাড়ির চারপাশে পানি উঠেছে। বাড়ির পাশে জমির পানিতে ডুবে শিশু কাউছারের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জে বন্যার প্রকোপ থেকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি 

সুনামগঞ্জ প্রতিবেদক জানান, বন্যার প্রকোপ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকদের সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগ। গতকাল দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাতে দুই দফায় বন্যার মুখোমুখি হতে হয়েছে সুনামগঞ্জবাসীকে। মেঘালয় থেকে নেমে আসা নদীগুলো ভরাট হয়ে যাওয়া, প্রতিবছর হাওরে অপরিকল্পিত ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও শহরের খাল ভরাট হয়ে যাওয়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পানি নেমে গেলেও দেখার হাওরের তীরবর্তী গ্রামগুলোর সড়কে পানি রয়েছে। 

অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, অলিম্পিক খেলা চার বছর পরপর হয়, আর সুনামগঞ্জে বন্যা দুই বছর পরপর হয়। তাই সিলেট সুনামগঞ্জের বন্যাকে ‘অলিম্পিক বন্যা’ নাম দিয়েছি। তিনি বলেন, সুনামগঞ্জ শহরের পান্ডার খালসহ ২০টি খাল ভরাট হয়ে গেছে। এই খালগুলো দিয়ে নদী থেকে দেখার হাওরে পানি প্রবেশ করত। এখন খাল দিয়ে আর পানি যেতে পারে না। বৃষ্টি হলেই শহর ও নদীর তীরবর্তী গ্রাম প্লাবিত করে। এ থেকে পরিত্রাণের জন্য খালগুলো খনন করে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।

বন্যার্তদের পাশে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় 

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, উত্তরের জেলা কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আর এতে চরম দুর্ভোগে দিন পার করছে সেই অঞ্চলের মানুষ। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

গতকাল দুপুরে কুড়িগ্রাম পৌরসভার নামা ভেলাকোপা এলাকায় দেড় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ কবির প্রমুখ। 

কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে শঙ্কিত এলাকাবাসী 

প্রতিবেদক জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হয়েছে তীব্র নদীভাঙন। কয়েকদিন ধরে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর ও টিকটিকি পাড়াসহ কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদীতীরের বাসিন্দারা। গতকাল দুপুরে এলাকা পরিদর্শনে যান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিনসহ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের কর্মকর্তারা।

সরেজমিন দেখা গেছে, মসলেমপুর ও টিকটিকি পাড়াসহ আশপাশের গ্রামের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে পদ্মার ভাঙন শুরু হয়েছে। নতুন করে ভাঙনের আশঙ্কায় দিন কাটছে তাদের। এসব মানুষের দাবি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষার জন্য নদীর পূর্ব প্রান্তে বাঁধ নির্মাণ করায় পশ্চিম প্রান্ত অর্থাৎ মসলেমপুর টিকটিকি পাড়া এলাকায় ভাঙন শুরু হয়েছে। 

কামারুল আরেফিন বলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মার ভাঙন ঠেকাতে সরকার এরই মধ্যে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে। শিগগির প্রকল্পের কাজ বাস্তবায়ন শুরু হবে। এছাড়া মসলেমপুর ও টিকটিকি পাড়া এলাকার ভাঙন প্রতিরোধে অনুরূপ প্রকল্প নেওয়া হচ্ছে বলে স্থানীয়দের আশ্বস্ত করেন তিনি।

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে খাদ্যসহায়তা

লক্ষ্মীপুর প্রতিবেদক জানান, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লক্ষ্মীপুরে মেঘনা উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে লায়ন্স ক্লাব অব বাংলাদেশের ব্যানারে কমলনগর উপজেলার হাজিরহাট ও নদী তীরবর্তী নবীগঞ্জ বাজারে উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের জেলা-৩১৫ বি-২ এর গভর্নর আহাম্মদুজ্জামান, ফার্স্ট ভাইস গভর্নর শাহাদাত হোসেন, পিডিজি এবিএম আনোয়ারুল বাসেত, রিজওনাল চেয়ারপারসন জাফর ইকবাল, একেএম নেয়ামত উল্লাহ বাবু, শেখ কামাল, মাসুম বিল্লাহ, সাবেক ট্রেজারার এইচএম নুরুল হক, লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির প্রেসিডেন্ট হাবিবুর রহমান সবুজ প্রমুখ। 

চার বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, আজ বুধবার রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা