× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্নপত্র ফাঁস

পরীক্ষার হলে উত্তরপত্র দিয়ে চাকরি হারান আবেদ আলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ০৯:৫৯ এএম

সৈয়দ আবেদ আলী। ফাইল ফটো

সৈয়দ আবেদ আলী। ফাইল ফটো

বিসিএস পরীক্ষার হলে উত্তরপত্র সরবরাহের দায়ে ২০১৫ সালে পিএসসি থেকে চাকরি হারিয়েছেন আলোচিত সৈয়দ আবেদ আলী। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, ভুয়া ঠিকানা দিয়ে চাকরি নেওয়ায় তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও চলছে। 

এদিকে পিএসসির প্রশ্নফাঁসের আলোচিত ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রশ্নফাঁসের বিষয়টি প্রমাণিত হলে ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের প্রশ্নবিদ্ধ নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তিনি বলেছেন, বাকি পরীক্ষাগুলোর বিষয়েও আইনজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরীক্ষা বাতিলের জন্য পিএসসির সামনে বিক্ষোভও করছেন চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। প্রশ্নফাঁসের ঘটনায় আটক ১৭ জনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পিএসসি সূত্র জানায়, ১৯৯৭ সালের শুরুতে পিএসসির গাড়িচালক হিসেবে নিয়োগ পান আবেদ আলী। প্রথমদিকে রুটিনমাফিক বিভিন্ন গাড়ি চালাতেন তিনি। ২০০৭ সালের দিকে পিএসসির এক সদস্য ও পরবর্তী সময় সাবেক দুই চেয়ারম্যানেরও গাড়ি চালিয়েছেন তিনি। মূলত ২০০৫ সালের দিকে পিএসসির প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র সরবরাহ ও তদবির সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে তিনি বেপরোয়া হয়ে ওঠেন বলে জানায় ওই সূত্র। 

ইউজিসির তথ্য মতে, ২০১৪ সালের এপ্রিলে রাজধানীর একটি কেন্দ্রে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে লিখিত পরীক্ষার সময় হলের বাইরে থেকে কয়েকজন পরীক্ষার্থীকে উত্তরপত্র সরবরাহ করার সময় হাতেনাতে ধরা পড়েন আবেদ আলী। এরপর এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে পিএসসি। তদন্তে আবেদ আলীর বিরুদ্ধে প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। তবে নোটিসের জবাব না দেওয়ায় ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। 

আবেদ আলী যে ঠিকানা দিয়ে চাকরি নিয়েছিলেন সেটিও সঠিক ছিল না। মাদারীপুরের ডাসারে বাড়ি হলেও তিনি চাকরি নিয়েছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের ঠিকানা দিয়ে। ভুয়া ঠিকানায় চাকরি নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে পিএসসি। মামলাটি এখনও চলছে। 

এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘অনিয়মের কারণেই তাকে পিএসসি থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই।’

তিন সদস্যের তদন্ত কমিটি গঠন 

বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় গত সোমবার রাতে পিএসসির যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে পিএসসি। কমিটির অন্য দুই সদস্য হলেনÑ পিএসসির পরীক্ষা শাখার পরিচালক দিলাওয়েজ দুরদানা ও ইউনিট পরিচালক মোহাম্মদ আজিজুল হক। ১৫ কর্মদিবসের মধ্যে বিষয়টি যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রশ্নফাঁস প্রমাণিত হলে রেলের পরীক্ষা বাতিল

গত ৫ জুলাই বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ পদে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্ত থাকার দায়ে গত রবিবার পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে আবেদ আলীসহ সাতজন প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বলে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

এক যুগের সব নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

প্রশ্নফাঁসের পর রেলওয়ের এই পরীক্ষাসহ গত এক যুগে অনুষ্ঠিত সব নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি উঠেছে। তবে তদন্ত কমিটির প্রতিবেদনে প্রশ্নফাঁসের বিষয়টি প্রমাণিত হলে বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে। পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গতকাল গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, ‘প্রশ্নফাঁসে যার নামই আসুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।’ 

ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি নাÑ এমন প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। এর জবাব এখন কেউ দিতে পারবে না। আইনজ্ঞদের সঙ্গে কথা না বলে, বিধিমালা না দেখে এটি নিয়ে কিছু বলা সম্ভব নয়।’ 

বিসিএস পরীক্ষার চূড়ান্ত প্রশ্নপত্র যেভাবে পাঠানো হয়, তাতে ফাঁস হওয়ার সুযোগ ‘খুব কম’ বলে দাবি করেন পিএসসি চেয়ারম্যান। এ সময় বিসিএস পরীক্ষার প্রশ্ন সেট কীভাবে নির্ধারণ করা হয়, তা সাংবাদিকদের সামনে দেখান তিনি। পিএসসি চেয়ারম্যান বলেন, ‘পরীক্ষার জন্য ছয় সেট প্রশ্ন থাকে। সেখান থেকে লটারিতে কোন সেট আসবে, তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। ফাঁস করলে ছয় সেটই ফাঁস করতে হবে। ছয় সেট মানে এক হাজার ২০০ প্রশ্ন। আমি বলতে পারব না, সব (সেট) প্রশ্ন ফাঁস হয়েছে বা ফাঁস হয়নি। তদন্তের আগে কিছুই বলা সম্ভব না।’ 

প্রশ্নফাঁসের দায়ে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবেÑ এ প্রশ্নের উত্তরে পিএসসি চেয়ারম্যান বলেন, ‘এখনও সিআইডি থেকে কোনো প্রতিবেদন পাইনি। তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রেপ্তার দেখানো হলেই তাদের সাসপেন্ড লেটার দেওয়া হবে।’

রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিলের দাবি

প্রশ্নফাঁসের অভিযোগ তুলে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে পিএসসির সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। গতকাল মঙ্গলবার পিএসসির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় প্রশ্নফাঁসের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। একই সঙ্গে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা। 

পিএসসির পাঁচ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

বাংলাদেশ রেলওয়ের উপসহারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার রাতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশ তাদের বরখাস্ত করা হয়েছে।  

বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা-কর্মচারী হলেনÑ পিএসসির উপপরিচালক মো. আবু জাফর, উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এসএম আলমগীর কবীর, ডেসপাচ রাইডার মো. খলিলুর রহমান ও অফিস সহায়ক মো. সাজেদুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা