প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১৭:৩৮ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ১৮:১৪ পিএম
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ফাইল ফটো
দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনসহ প্রত্যেকেই সহযোগিতা করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সোমবার (১ জুলাই) বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে এ বিষয়ে আপনার বক্তব্য কী? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুর্নীতি তো সবাই করে না। একটি অফিসের সবাই কি দুর্নীতিবাজ? হাতে গোনা কয়েকজন করে (দুর্নীতি) এবং ওই হাতে গোনা কয়েকজনের জন্য বাকি সবাই বিব্রত হয়; অবস্থা তো তাই দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের তরফ থেকে তো অবস্থানটি পরিষ্কার করা হয়েছে। দুর্নীতির কোনো বিষয়ের সঙ্গে... দুর্নীতির সঙ্গে জড়িত তাদের ব্যাপারে কোনো রকমের সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না; এটা তো আপনারা খেয়াল করেছেন। সেটি তো আমরা এখন অনুসরণ করছি, আমরা সিরিয়াসলিই ফলো করছি।’
ওই সাংবাদিককে উদ্দেশ করে মাহবুব হোসেন বলেন, ‘এখন আপনি বলতে পারেন তাহলে ফাঁকে ফাঁকে কেন হচ্ছে? প্রথমেই আমি বলি, দুর্নীতিটা এত কাঠামোর মধ্যে থাকার পরেও হচ্ছে। এটি সব সমাজের সব জায়গায়ই হয়। সব কাঠামোর মধ্যেও যারা খুবই দুষ্টচিন্তার, দুষ্টবুদ্ধির মানসিকতার, তারা এই কাজগুলো (দুর্নীতি) হয়তো করতে চান। কিন্তু আমরা এইটুকু দেখতে পাচ্ছি- যখনোই বিষয়টি সরকারের নজরে আসে সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না। প্রত্যেকেই সরকারের সকল মেকানিজম দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব সময়ই সহযোগিতা করছে।’