প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ২১:৪২ পিএম
ছবি: সংগৃহীত
দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া।
তিনি জানান, আমেরিকা নয়; হৃদরোগের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অবস্থান করছেন। আগামীকাল শনিবার দেশে ফিরবেন। সিঙ্গাপুর থেকে একটি বেসরকারি টেলিভিশনকে এসব কথা বলেছেন আসাদুজ্জামান মিয়া।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, দেশে ফিরে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণ উপস্থাপন করব। এছাড়া বিদেশেও তার কোন সম্পদ নেই বলে দাবি করেছেন সাবেক এই কমিশনার।
কয়েকদিন ধরেই দেশে আলোচনার শীর্ষে ডিএমপির এই সাবেক কমিশনার। বেনজীর আহমেদের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনিও আলোচিত-সমালোচিত। দেশ-বিদেশের কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ঘুরছে। স্বপরিবারে তার দেশ ছাড়ার খবরও বের হয়েছে কেনো কোনো গণমাধ্যমে। যা ভিত্তিহীন বলে দাবি করেছেন আসাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, সামাজিকভাবে হেয় করতেই এসব ষড়যন্ত্র। গণমাধ্যমকে অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।