× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম ফিরতি হজ ফ্লাইট এসে পৌঁছাবে শুক্রবার ভোরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৪:৫৩ পিএম

আপডেট : ২০ জুন ২০২৪ ১৫:১৯ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ। ফাইল ছবি

চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২১ জুন)। ৪১৮ জন হাজী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট (বিজি ৩৩২) এদিন ভোর পাঁচটা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রওনা হয়ে শুক্রবার ভোরে ফ্লাইটি ঢাকায় অবতরণ করবে। প্রথম ফিরতি হজ ফ্লাইটে আগতদের অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফ্লাইট থেকে নামার পর প্রত্যেকে হাজীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন তারা।

গত ৯ মে শুরু হয়েছিল বিমানের হজ ফ্লাইট। শুক্রবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরব থেকে বাংলাদেশি হাজীদের বহন করছে বিমান ছাড়াও আরো দু’টি এয়ারলাইন্স। সেগুলো হলো- সৌদি ও ফ্লাইনেস।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বছর হজে গিয়ে মোট ২১ জন বাংলাদেশি মারা গেছে। তাদের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৩ জন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হাজীদের নিরাপত্তার জন্য এরইমধ্যে বিমানবন্দরে আলাদা গেট, জনবল বৃদ্ধিসহ সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া হাজীদের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিমানবন্দরে মজুদ রাখা হয়েছে পবিত্র জমজমের পানি। বিমানবন্দর কাস্টমস হল থেকে বের হওয়ার সময় হাজীদের একটি করে জমজমের পানির বোতল দেওয়া হবে। হাজীদের নিরাপত্তার দায়িত্বে প্রস্তুত রয়েছে টাস্কফোর্স, এ্যাভসেক, সিভিল এভিয়েশন, এপিবিএন, পুলিশ, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা।

চলতি বছর মোট ২১৮টি ফ্লাইটে ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৬টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি ও  ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৭টি ফ্লাইট পরিচালনা করে। এই বছর সরকারি হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার ৫৬২ ও বেসরকারি হজযাত্রীর কোটা ছিল ৮০ হাজার ৬৯৫ জনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা