প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১০:৫৪ এএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১১:০৪ এএম
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী। ছবি : সংগৃহীত
মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বর্তমান সচিব আমিন উল্লাহ নুরী।
৩০ জুন তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাকে আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া-সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নতুন চুক্তিসংক্রান্ত বিষয়ে জানতে চাইলে আমিন উল্লাহ নুরী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানান, আমিন উল্লাহ নুরী ২০২১ সালের ২৩ এপ্রিল সচিব হিসেবে পদোন্নতি পেয়ে রাজউকের চেয়ারম্যান হন। ২০২২ সালের ৪ জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ৩১ ডিসেম্বর তার নিয়মিত চাকরির বয়স শেষ হলে তাকে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। ৩০ জুন সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তাকে ফের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
আমিন উল্লাহ নুরী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিএসএস (সম্মান) এবং ১৯৮৮ সালে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি লাভ করেন। নুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৩ সালের ১ এপ্রিল বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে সরকারি চাকরিতে যোগদান করেন। এ বি এম আমিন উল্লাহ নুরী রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।