বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৮:০৪ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৪ ১৯:৫৪ পিএম
ঈদুল আজহার ছুটিতে বাড়ি না গিয়ে হলে অবস্থান করায় ছাত্রীদের ডেকে নিয়ে বকাঝকা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার ও সহকারী হাউজ টিউটর দিপীকা মজুমদার। এসব নিয়ে কথা বললে ছাত্রীদের হলের সিট বাতিলের হুমকিও দিয়েছেন তিনি।
শনিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে হলের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, ঈদের পর পরীক্ষা থাকায় এবং অনেক ছাত্রীই হিন্দু ধর্মালম্বী হওয়ায় ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে হলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঈদের ছুটিতে হল বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত না আসায় ২০ জনের মতো ছাত্রী বাড়িতে না গিয়ে হলেই অবস্থান করেন।
ঘটনার পর ভয়ে এবং বাধ্য হয়ে অনেক ছাত্রী হল ত্যাগ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে হলে অবস্থান করা একজন ছাত্রী বলেন, আমার ঈদের পর পরীক্ষা থাকায় এবং হিন্দু হওয়ায় আমি এবার ঈদের ছুটিতে বাড়িতে যাইনি। শনিবার দুপুরে প্রভোস্ট ম্যাম এবং সহকারী হাউজ টিউটর আমাদের অফিসে ডাকেন। আমরা সেখানে গেলে তারা বকাঝকা করেন। আমাদের কারণে স্টাফরা ছুটি পায়নি, প্রভোস্ট ম্যাম তার মায়ের মৃত্যুবার্ষিকীতে যেতে পারেননি--এসব উদাহরণ টেনে টেনে আমাদের বকাঝকা করেন তারা। পরের সব ঈদে হল বন্ধ রাখা হবে বলে তিনি আমাদের বলেন। এসব নিয়ে কথা হলে বা আন্দোলন করলে হলের সিট বাতিল করে দেয়া হবে বলেও প্রভোস্ট হুমকি দেন।
এ বিষয়ে জানতে সহকারী হাউজ টিউটর দিপীকা মজুমদারকে ফোন করা হলে তিনি সাংবাদিককে ব্যক্তিগত প্রশ্ন করেন। ব্যক্তিগত প্রশ্নের উত্তর না দেওয়ায় তিনি অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
আর প্রভোস্ট দীপিকা রানী সরকার বলেন, ‘বকাঝকা করা হয়েছে এটা মিথ্যা কথা। আমি আরো তাদের ডেকে নিয়ে নিরাপদে থাকার জন্য পরামর্শ দিয়েছি। তাদের বলেছি, দেখো, আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে না গিয়ে তোমাদের দেখতে চলে এসছি। তোমরা আমার মেয়ের মতো। সবাই সাবধানে থাকবে। তারা হয়তো সেটা ভুল বুঝে উল্টাপাল্টা কথা বলে অভিযোগ করেছে।’
হলের সিট বাতিলের হুমকির বিষয়ে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এমন কোনো কথা বলা হয়নি। যারা অভিযোগ দিচ্ছে তাদের নামসহ আমার সামনে আনো। আমার সাথে সহকারী হাউজ টিউটর দিপীকা মজুমদারও ছিলেন। আমরা ছাত্রীদের দেখতে গিয়েছিলাম। তারা যাতে সাবধানে থাকে সেসব বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম।’