× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৮:৩৮ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ১৯:২৬ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের বৈঠক। প্রবা ফটো

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের বৈঠক। প্রবা ফটো

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে চালু রয়েছে চার্টার্ড ফ্লাইট। এবার দেশটির সঙ্গে সরাসরি ফ্লাইটও চালু হতে যাচ্ছে। এজন্য দুই দেশের মধ্যে আকাশপথ সেবা চুক্তি (এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট) সংশোধন করা হচ্ছে। সংশোধিত চুক্তির মাধ্যমে শিগগিরই নিয়মিত সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা দেখছে ঢাকা ও সিউল।

রবিবার (৯ জুন) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

বৈঠক শেষে ফারুক খান বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিসহ নতুন করে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জনশক্তি রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতাকে আরও শক্তিশালী করতে বিমান খাতে সহযোগিতা জোরদার করা প্রয়োজন।  

তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে চার্টার্ড ফ্লাইট চালু রয়েছে। বিদ্যমান এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট সংশোধন করার মাধ্যমে নিয়মিত ফ্লাইট চালুর ব্যবস্থা করা প্রয়োজন। নিয়মিত সরাসরি ফ্লাইট চালু হলে আমাদের ব্যবসায়ী, শিক্ষার্থী এবং প্রবাসীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।  

দক্ষিণ কোরিয়ার পার্ক ইয়ং সিক রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সংশোধিত এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্টের অনুলিপি বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। দ্রুত সময়ের মধ্যেই দুই পক্ষ বিদ্যমান বিষয়ে একমত হবে। খুব দ্রুতই চুক্তি সই হবে। চুক্তি সই হলে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রক্রিয়া ত্বরান্বিত করবে। সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা