× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব

রাস্তায় পড়া শতাধিক গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৪ ১৯:৫৩ পিএম

আপডেট : ২৭ মে ২০২৪ ২০:২৯ পিএম

রেমালের তাণ্ডবে প্রাইভেট কারের ওপরে পড়া গাছটি ফায়ার সার্ভিসের সদস্যরা কেটে সরাচ্ছে। প্রবা ফটো

রেমালের তাণ্ডবে প্রাইভেট কারের ওপরে পড়া গাছটি ফায়ার সার্ভিসের সদস্যরা কেটে সরাচ্ছে। প্রবা ফটো

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঝড় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুজনকে নিহত ও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে সংস্থাটি। সোমবার (২৭ মে) সন্ধ্যা পর্যন্ত দুর্যোগপূর্ণ এলাকায় রাস্তাঘাট ও বিভিন্ন বাসাবাড়ির ওপর উপড়ে পড়া ১১৪টি গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস। এ ছাড়া দুর্যোগপূর্ণ বিভিন্ন ফায়ার স্টেশনে ১৬৩ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, চট্টগ্রামের চন্দননগরে দেয়াল ধসে নিহত সাইফুল ইসলাম হৃদয় নামে একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া  বরিশাল বিভাগের বাউফলে গাছচাপায় নিহত মো. আব্দুল করিম খান নামে আরও একজনকে উদ্ধার করা হয়। ওইসব এলাকা থেকে আহত দুজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ঢাকার কেরানীগঞ্জে ঝড়-বৃষ্টির কারণে উল্টে যাওয়া গাড়িতে চাপা পড়া দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের একজন পুরুষ, বয়স আনুমানিক ৫৫ বছর, অপরজন মহিলা, বয়স আনুমানিক ৩৩ বছর। আহতদের নাম জানা যায়নি।

চট্টগ্রাম বিভাগে ১৯টি গাছ রাস্তা থেকে এবং দুটি গাছ বাসা বাড়ি থেকে অপসারণ করা হয়েছে। বরিশাল বিভাগে ৫৫টি গাছ রাস্তা থেকে এবং ১০টি গাছ বাসা বাড়ি থেকে অপসারণ করা হয়েছে। 

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে রাস্তা থেকে ১৮টি গাছ অপসারণ করা হয়েছে। রাজশাহী বিভাগে ১০টি গাছ অপসারণ করা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস কর্তৃক ঝড়ে পড়া মোট গাছ অপসারণ করা হয়েছে ১১৪টি। 

বরিশালের গলাচিপা ফায়ার স্টেশনে মোট ১২০ জনকে আশ্রয় দেওয়া হয়েছে, এখনও সেখানে ৬৩ জন অবস্থান করছেন। এ ছাড়া একই বিভাগের বরগুনার পাথরঘাটা ফায়ার স্টেশনে ১৭ জন, ভোলা ফায়ার স্টেশনে ২০ জন এবং ইন্দুরকানি ফায়ার স্টেশনে ৬ জনসহ বিভিন্ন ফায়ার স্টেশনে মোট ১৬৩ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা