প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪ ১৭:৪৯ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪ ১৯:২২ পিএম
রেমালের প্রভাবে সড়কে গাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ। ফায়ার সার্ভিস গাড়ি উদ্ধারের চেষ্টা করছে। সোমবার দুপুরে রাজধানীর গ্রিনরোডে। ছবি : ফোকাস বাংলা
প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের মধ্যে উপকূলীয় ছয় জেলায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৭ মে) দুপুর ১টা পর্যন্ত সারা দেশে প্রাণহানির ব্যাপারে এ তথ্য নিশ্চিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
রবিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশের উপকূলে রেমাল আঘাত হানে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই হিসাবে এ ১৯ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
তাদের মধ্যে আছেন খুলনায় চাল চাঁদ মোড়ল, সাতক্ষীরায় শওকত মোড়ল, বরিশালে জালাল সিকদার, মো. মোকলেছ ও লোকমান হোসেন, পটুয়াখালীতে মো. শহীদ, ভোলায় মো. জাহাঙ্গীর, মাইশা ও মনেজা খাতুন এবং চট্টগ্রামে ছাইফুল ইসলাম হৃদয়।
এ ১০ জনের মৃত্যুর কারণ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, খুলনায় চাল চাঁদ মোড়ল বসতঘরের ওপর গাছচাপা পড়ে মারা যান। সাতক্ষীরায় শওকত মোড়লের মৃত্যু হয়েছে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে অসুস্থ হয়ে। বরিশালে বাজারে যাওয়ার পথে গাছ উপড়ে পড়ে মারা গেছেন জালাল সিকদার। এ ছাড়া বরিশালে মো. মোকলেছ ও লোকমান হোসেনের মৃত্যু হয়েছে একটি রেস্তোরাঁর দেয়াল ভেঙে পাশের খাবার হোটেলে ঘুমন্ত অবস্থায়।
জলোচ্ছ্বাসের পানিতে ডুবে পটুয়াখালীর মো. শহীদ মারা গেছেন। ভোলায় মো. জাহাঙ্গীর ও মাইশার ওপর গাছ উপড়ে পড়ে মৃত্যু হয়েছে। একই জেলায় টিনের ঘরের আড়ার নিচে চাপা পড়ে মনেজা খাতুন মারা গেছেন। চট্টগ্রামে ছাইফুল ইসলাম হৃদয়ের মৃত্যু হয়েছে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে।