× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রেজোয়ান সিদ্দিকীর প্রতি শেষ শ্রদ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৪:১৬ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৪:৫১ পিএম

রাজধানীর প্রেসক্লাব প্রাঙ্গণে রেজোয়ান সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হয়। ছবি : আরিফুল আমিন

রাজধানীর প্রেসক্লাব প্রাঙ্গণে রেজোয়ান সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হয়। ছবি : আরিফুল আমিন

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক ও কথা সাহিত্যিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় রেজোয়ান সিদ্দিকীর মরদেহ জাতীয় প্রেসক্লাবের নিয়ে আসা হলে সাংবাদিকরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে। 

এখানে মরহুমের নামাজে জানাজায় নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক আবদুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, ওমর ফারুক, হাসান হাফিজ, এম আবদুল্লাহ, এমএ আজিজ, খায়রুল আনোয়ার মুকুল, সৈয়দ আবদাল আহমেদ, মোস্তফা কামাল মজুমদার, মাহবুব হাসান, জাহাঙ্গীর ফিরোজ, কাদের গণি চৌধুরী, আমিরুল ইসলাম কাগজী, বখতিয়ার রানা, কাজিম রেজা, শাহেদ চৌধুরী, আইয়ুব ভুঁইয়া, আশরাফ আলী, খোরশেদ আলম, বাছির জামাল, ইলিয়াস হোসেন, রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরার, বিএনপির শিশু বিষয়ক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

পরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, মরহুমের কণ্যা নাহিদ আনজুম সিদ্দিকী প্রমূখ মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

এরপর জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দিনকাল পরিবার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, অধ্যাপক মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মিডিয়া সেলের আলী মাহমুদ, আতিকুর রহমান রুমনসহ বিএনপির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা মরহুমের মরদেহে পুস্পস্তবক অর্পন করতে শেষ শ্রদ্ধা নিবেদন করে।

রেজোয়ান সিদ্দিকী মঙ্গলবার রাতে  মারা গেছেন। মৃত্যৃকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।

দৈনিক দিনকালের সাবেক বার্তা সম্পাদক আমিরুল ইসলাম কাগজী বলেন, ‘তিনি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। গতকাল রাত ১১টায় শ্যামলীর স্পেশাললাইজড হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় আমাদের ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছে।  তার এই চলে যাওয়ায় আমরা ব্যথিত।’

তিনি আরও বলেন, ‘আমরা একজন পেশাদার, সাংবাদিক, সম্পাদক, কলাম লেখককে হারালাম।’

পরিবারের সদস্যরা জানান, বিকালে রেজোয়ান সিদ্দিকীকে রায়ের বাজার বুদ্দিজীবী কবরাস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে রেজোয়ান সিদ্দিকী তার সহধর্মিনীসহ এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।

ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। তিনি সাংবাদিকতা পেশায় ঢুকেছেন ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায়। সর্বশেষ দীর্ঘদিন তিনি দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন চার বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা