ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১২:০১ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ২৩:৪৭ পিএম
দৈনিক জনকণ্ঠকে হারিয়ে জয় উদযাপন করেন প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। প্রবা ফটো
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে প্রতিদিনের বাংলাদেশ। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিদিনের বাংলাদেশ বনাম দৈনিক জনকণ্ঠের ম্যাচটি।
খেলায় দৈনিক জনকণ্ঠকে ৬১ রানে পরাজিত করে প্রতিদিনের বাংলাদেশ। ফলে এ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করল প্রতিদিনের বাংলাদেশ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের দীপক দেব। এ ছাড়া ফয়সাল খান ২১ রান করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রাজবংশী রায়। ফয়সাল খান ও সৈয়দ ঋয়াদ উড়ন্ত সূচনা করেন। এরপর দীপক দেবের ৫১ রানে ভর করে ৬ ওভারে প্রতিদিনের বাংলাদেশ ১৩৩ রানের টার্গেট ছুড়ে দেয়। জবাবে জনকণ্ঠ ৬ ওভারে ৭১ রান করে।
খেলায় প্রতিদিনের বাংলাদেশের পক্ষে আরও অংশ নেন আলাউদ্দিন আরিফ, এম আর মাসফি, শহিদুল ইসলাম রাজী, সাজ্জাদ ইসলাম। এ সময় টিমের ম্যানেজার আজিজুল পারভেজ, কোচ বাছির জামাল ও আমিনুল ইসলাম মিঠু, ফারুক আহমদ আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে ৫৫টি গণমাধ্যম অংশগ্রহণ করেছে।