× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট-সুনামগঞ্জকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি সিবিসাসের

প্রকাশ : ২০ জুন ২০২২ ১৯:৫৯ পিএম

সিলেটের বন্যা পরিস্থিতি

সিলেটের বন্যা পরিস্থিতি

ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি। দু’একদিন পর থেকে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করলেও মানুষ সহজে দুর্ভোগ কাটিয়ে উঠতে পারবে না, যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়।

এমতবস্থায় মানবিক বিপর্যয় এড়াতে সিলেট-সুনামগঞ্জকে বন্যাদুর্গত এলাকা হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকাস্থ সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)। একই সঙ্গে সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যার কারণ চিহ্নিত করে আশু সমাধানের ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

রোববার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সিবিসাসের কার্য নির্বাহী কমিটির এক সভা থেকে সরকারের প্রতি এই দাবি জানানো হয়।

সভার প্রস্তাবে বলা হয়, বন্যা সম্পর্কে আগাম কোনো সতর্কতা জারি না করার কারণে সিলেট অঞ্চলের মানুষ মহাসংকটে পড়েছেন। যোগাযোগ বিপর্যয়ের কারণে নিরাপদ আশ্রয়েও যেতে পারছেন না। এ অবস্থায় সিলেট অঞ্চলকে বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে এই বন্যা পরিস্থিতির প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিকারের দিকেও মনোযোগ দিতে হবে।

সভায় সিবিসাসের নেতারা বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার বহু এলাকায় মানবিক বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর ২২ (১) ধারা অনুযায়ী সিলেটের উত্তর-পুর্বাঞ্চলের উপজেলাগুলোকে এবং সুনামগঞ্জের উপজেলাগুলোকে অবিলম্বে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা একান্ত প্রয়োজন।

সিবিসাসের সভাপতি আজিজুল পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝর্ণা মনির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য বাছির জামাল, সহ-সভাপতি মহিউদ্দিন পলাশ, নিজামুল হক বিপুল, যুগ্ম সম্পাদক আলী ইব্রাহীম, ক্রীড়া সম্পাদক এহসানুল হক জসীম, জনকল্যাণ সম্পাদক স্বপ্না চক্রবর্তী, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান, নির্বাহী সমস্য এমএম মাসুক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা