× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক ফারুক মেহেদীর ‘এক মেনুতে লাঞ্চ-ডিনার ব্রেকফাস্ট’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২২:১৭ পিএম

সাংবাদিক ফারুক মেহেদীর ‘এক মেনুতে লাঞ্চ-ডিনার ব্রেকফাস্ট’ গ্রন্থের মোড়ক উন্মোচন

দৈনিক কালের কণ্ঠের বার্তা সম্পাদক সাংবাদিক ফারুক মেহেদীর লেখা কলামসমগ্র নিয়ে ‘এক মেন্যুতেই লাঞ্চ-ডিনার ব্রেকফাস্ট’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বইমেলার সমাপনী দিনে প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন প্রকাশনের স্টলে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও বারিধারা ডিওএইচএস পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। 

গ্রন্থটির মোড়ক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তৃতায় জেনারেল জীবন কানাই দাস বলেন, সাংবাদিক ফারুক মেহেদী চ্যানেল ২৪ এ আমার সাবেক সহকর্মী ছিলেন। তার সঙ্গে আমার জানাশোনা প্রায় এক দশকের। এই গ্রন্থটি ২০২১-২২ সালের সমসাময়িক বিষয় নিয়ে লেখা নিবন্ধের সংকলন। এসব লেখায় তিনি মূলত সমসাময়িক অর্থনীতি, রাজনীতি ও সামাজিক ইস্যুগুলো আমাদের সমাজে পরিবারে ও মানুষের মধ্যে কি প্রভাব ফেলে তা তুলে ধরার চেষ্টা করেছেন। আমি আশা করি, তার এই বৈচিত্র্যময় লেখার কলামসমগ্র গ্রন্থটি পাঠককে সমৃদ্ধ করবে।

এ সময় গ্রন্থটির লেখক ফারুক মেহেদী বলেন, বেশিরভাগ লেখাই দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত উপসম্পাদকীয়ের সংকলন। এসব লেখা মূলত ২০২১-২২ সালের সমসাময়িক বিষয় নিয়ে লেখা। ওই সময় করোনা মহামারী মানুষের জীবনকে দারুন ভাবে প্রভাবিত করে। এছাড়া তখনকার সমকালীন অর্থনীতি ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ও সমাজে প্রভাব বিস্তার করে। এসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক পার্থ সারথি দাস, কবি ও লেখক সাইফুল ইসলাম এবং প্রকাশক মিঠু কবির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা