× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআরইউর নেতৃত্বে আকন-সোহেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৮:৩৯ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সদস্যরা। প্রবা ফটো

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সদস্যরা। প্রবা ফটো

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের আবু সালেহ আকন। তিনি মোট ভোট পেয়েছেন ৮০১।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪৫ ভোট।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সংবাদ প্রতিদিনের আব্দুল হাই তুহিন। 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ফলাফল প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ফল ঘোষণা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

সহসভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- জুনায়েদ শিশির, আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দিন, আমিনুল হক ভূইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী, মো. সলিম উল্লাহ (এস ইউ সেলিম)। 

 এবারের নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা। 

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। নির্বাচনে ১ হাজার ৭৪৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা