× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসসের নতুন চেয়ারম্যান আনোয়ার আলদীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২০:২২ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম

আনোয়ার আলদীন। ফাইল ফটো

আনোয়ার আলদীন। ফাইল ফটো

৭২ বছরের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনকে বাংলাদেশ সংবাদ সংস্থা ‘বাসস’ -এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যায়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার এবং সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করে আসছেন।

তিনি অনেকগুলো সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৬ সালে ‘ভেজালের ভিড়ে আসল উধাও’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদনে করে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৭ পর্বের এই প্রতিবেদনের তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।

খুলনার কপিলমুনির কৃতি সন্তান আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে জামে মসজিদ, স্বাস্থ্য কেন্দ্র, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা প্রতিষ্ঠা করেছেন।

বাসস পরিচালনা কমিটির অপর সদস্যরা হলেন- তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রেস, অর্থবিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক (পদাধিকার বলে), নিউ নেশন সম্পাদক মোকাররম হোসাইন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, এনটিভির চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন, রংপুর থেকে প্রকাশিত যুগের আলো পত্রিকার সম্পাদক শিরিন ভরসা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নূরে আলম মাসুদ ও বাসসের বিশেষ প্রতিনিধি ফজলুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা