× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব

নারী লুডুতে ছন্দা, পুরুষ আর্চারিতে চ্যাম্পিয়ন তামীম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২০:৪৪ পিএম

নারী লুডুতে ছন্দা, পুরুষ আর্চারিতে চ্যাম্পিয়ন তামীম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির সহযোগিতায় ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব চলছে।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষদের আর্চারি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন একুশে টিভির আবু হুরায়রা তামীম। এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন প্রতিদিনের বাংলাদেশের রেদওয়ানুল হক। আর তৃতীয় স্থানে রয়েছেন আমাদের অর্থনীতির মাসুদ মিয়া।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলসহ এসময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক জাকির হুসাইন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, দেলোয়ার হোসেন মহিন এবং শরীফুল ইসলাম।

অপরদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে অনুষ্ঠিত নারীদের লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক সংবাদের জাহিদা পারভেজ ছন্দা। আর রানার আপ হয়েছেন বিটিভি’র মিনাক্ষী চৌধুরী। আর তৃতীয় স্থানে রয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন।

এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির অ্যাডিশনাল ডাইরেকটর ইমরান আল বারী, মো. সাজ্জাদ হোসেন শাকিল, ডিআরইউর অর্থ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন ও সদস্য মো. শরীফুল ইসলাম। খেলা পরিচালনা করেন সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং পুলে নারী ও পুরুষ সদস্যদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা