× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৌশলী তামিম হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি অ্যাবের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ০০:৫৮ এএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১১:০৩ এএম

প্রকৌশলী তামিম হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি অ্যাবের

দীপ্ত টিভিতে কর্মরত প্রকৌশলী তানজিল হাসান তামিমের মৃত্যুতে শোক প্রকাশ করে অবিলম্বে তাকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়েছে বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।

শুক্রবার (১১ অক্টোবর) সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বিপ্লব-উত্তর বাংলাদেশে এ ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা প্রকৌশলীসমাজে এবং সারা দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দেবে। তাই অবিলম্বে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে ওই ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অ্যাবের সব নেতা প্রকৌশলী তামিমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মর্মাহত ও ব্যথিত।

তারা আরও বলেন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পাস করা এবং দীপ্ত টিভিতে কর্মরত প্রকৌশলী তানজিল হাসান তামিম মহানগর আবাসিক এলাকায় তাদের পারিবারিক বাসায় কিছু দুষ্কৃতকারীর আক্রমণের শিকার হন। পরে প্রকৌশলী তামিম মৃত্যুবরণ করেন। তামিমের বড় ভাইও একজন প্রকৌশলী।

অ্যাব নেতারা বলেন, আমরা প্রকৌশলী তামিমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের পরিবার প্রকৌশলী তামিমকে ফিরে পাবে না, কিন্তু তারা যেন সঠিক বিচার পায়। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন প্রকৌশলী তামিমকে বেহেশত নসিব করেন, এ দোয়া করি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা