× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন সাংবাদিক আলাউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১০:০৫ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১০:৫৫ এএম

সাংবাদিক আলাউদ্দিন আরিফ। প্রবা ফটো

সাংবাদিক আলাউদ্দিন আরিফ। প্রবা ফটো

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতা  মো. আলাউদ্দিন আরিফ। রবিবার (৬ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪-এর বিধানমতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মো. আলাউদ্দিন তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

প্রকাশিত প্রজ্ঞাপনে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ভাইস চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও সদস্যসচিব হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ট্রাস্টি বোর্ডে অন্য সদস্যরা হলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ বিভাগ থেকে মনোনীত ওই বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি খায়রুল বাশার, সদস্য শাহীন হাসনাত, যমুনা টেলিভিশনের অ্যাসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান ও এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত।

সাংবাদিক আলাউদ্দিন আরিফ কালবেলার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক। কালবেলায় যোগদানের আগে তিনি বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন। আলাউদ্দিন আরিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা