× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ সাংবাদিকের পরিবারকে সহায়তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০২ পিএম

পাঁচ সাংবাদিকের পরিবারকে সহায়তা

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। যাতে শক্ররা বুঝতে পারে, সহজে ঘায়েল করা যাবে না।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন সাউথ এশিয়া পারসপেক্টিভস ও জাস্ট নিউজের সম্পাদক মুশফিকুল ফজল আনসারী। ‘স্বৈরাচার হাসিনা সরকারের পতনে সাংবাদিক সমাজের ভূমিকা ও বর্তমান করণীয়শীর্ষক আলোচনা সভা এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাষ্ট্রের ‘লাভ শেয়ার বিডি-ইউএস’ নামের একটি সংগঠন।

মুশফিকুল ফজল বলেন, ‘এখনও আমাদের পুরোপুরি মুক্ত ভাবলে চলবে না। কারণ আমাদের বিরুদ্ধে দেশি-বিদেশিসহ নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে বললেই হবে না, কোথায় কোথায় সমস্যা, সেটাকে বের করতে হবে। যাতে আমাদের শক্ররা বুঝতে পারে, তাকে সহজে ঘায়েল করা যাবে না।

বন্ধ গণমাধ্যমগুলো দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরে অনেক সাংবাদিক বেকার হয়েছেন। অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমি কোনো প্রতিষ্ঠান বন্ধের পক্ষে না। কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোতে যাতে পেশাদার সাংবাদিকদের জায়গা হয়।

তিনি আরও বলেন, রাষ্ট্রের উচিত আন্দোলনে নিহত ও আহতদের পরিবারগুলোর দায়িত্ব নেওয়া। আর সরকারি খরচে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত।

অনুষ্ঠানে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পাঁচ সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল। তবে দুটি পরিবারের সদস্যরা উপস্থিত না থাকায় তিন পরিবারের হাতে আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুপস্থিতদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আবদুল্লাহ, প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব বাছির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী, লাভ শেয়ার বিডি-ইউএস-এর ফজলে এলাহী নওশাদ বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা